সোমবার   ২৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৬ ১৪৩১   ২০ শাওয়াল ১৪৪৫

বছরে সোয়া লাখ রিফিউজি গ্রহণ করবে যুক্তরাষ্ট্র

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৫:১৪ এএম, ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার

ইমিগ্র্যান্টদের কাজে নিয়োজিত করতে সক্রিয় টাস্কফোর্স

আজকাল রিপোর্ট
প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন ইমিগ্রেশন টাস্কফোর্সকে সক্রিয় করার উদ্যোগ নিয়েছে। মধ্যবর্তী নির্বাচন ও নিজ রাজনৈতিক দল ডেমোক্র্যাটিক পার্টির ২ জন সিনেটরের কারণে ইমিগ্রেশন ইস্যুটি গত এক বছর আলোর মুখ দেখেনি। বাইডেন প্রশাসন প্রতিবছর রিফিউজি গ্রহণের কোটা ১ লাখ ২৫ হাাজারে উন্নীত করেছে। এই সংখ্যার বাইরে রয়েছে ইউক্রেন ও আফগানিস্থান থেকে আগত ১ লাখ ৮০ হাজার আশ্রয় প্রার্থী, যদিও তারা দুই বছরের জন্য বসবাসের অনুমতি পেয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে রিফিউজি গ্রহণ নানা অজুহাতে প্রায় বন্ধ ছিল।
বিভিন্ন ক্যাটাগরিতে ইমিগ্র্যান্টরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। তাদের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো থেকে আগতদের অস্থায়ীভাবে থাকার অনুমতি দেয়া হয়। অনেকে বিভিন্ন ধরনের ভিসা নিয়ে আসেন। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে তারা গ্রীনকার্ডের জন্য আবেদন করতে পারেন। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন অনেকে। এরপর এসাইলামের জন্য আবেদন করেন। সাউথ আমেরিকা ও মেক্সিকো থেকে এ ক্যাটাগরির ইমগ্র্যান্টদের আগমন খুব বেশি। বর্তমানে সীমান্ত পার হয়ে হাজার হাজার রিফিউজি প্রবেশ করছে। তা সামাল দিতে হিমশিম খাচ্ছে বাইডেন প্রশাসন।
হোয়াইট হাউজের তথ্যানুসারে, ইতোমধ্যে যারা যুক্তরাষ্ট্রের ভূখন্ডে প্রবেশ করেছে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণে প্রশাসন কাজ করছে। পাশাপাশি সীমান্ত এলাকায় জন¯্রােত রুখতে অতিরিক্ত জনবল নিয়োগ করা হচ্ছে।
ইন্টিগ্রেটেড ইমিগ্র্যান্টদের ওয়ার্কফোর্স হিসেবে প্রশিক্ষিত করা, শিক্ষা ও তাদের অর্থনৈতিক সাপোর্টের বিষয়টি টাস্ক ফোর্স গুরুত্ব দিচ্ছে। পাশপাশি ইংরেজি শিক্ষা ও তাদের সুস্বাস্থ্যের নিশ্চয়তা প্রদানও গুরুত্বের সাথে বিবেচনায় আনা হচ্ছে।