শনিবার   ০৮ নভেম্বর ২০২৫   কার্তিক ২৪ ১৪৩২   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

মার্কা বিক্রি করে পালালেন ধানের শীষের মনির হোসেন 

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:১০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

২০ দলীয় জোটের ধানের শীষ প্রতীকের প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলামীর মনির হোসেন কাশেমী অবশেষে মার্কা বিক্রি করে পালিয়েছেন। 

নারায়ণগঞ্জ ৪ আসনে মনোনয়ন বাগিয়ে ৩ কোটি টাকা ব্যবসা হাতিয়ে সটকে পড়েন নির্বাচনী মাঠ থেকে। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিএনপির প্রার্থী শিল্পপতি শাহ আলমকে ল্যাং মেড়ে মনোনয়ন বাগিয়ে নেন তিনি। প্রথম দিকে তিনি কাদাচিৎ নির্বাচনী মাঠে থাকেন। পরবর্তিতে সরকার দলীয় প্রার্থীর কাছে প্রস্তাব পাঠান তিনি ধানের শীষ প্রতীক বিক্রি করতে আগ্রহী। ক্রেতা সরকার দলীয় প্রার্থীও নির্বাচনী কৌশল হিসেবে কাশেমীর টোপ গ্রহন করেন। পরে নানা দর কষাকষির পর ১ কোটি টাকায় তার মার্কা তিনি বিক্রি করেন। তবে শর্ত জুড়ে দেন সরকার দলীয় প্রার্থী নির্বাচনের দিন তার পুলিং এজেন্ট নিয়োগে সরকার দলীয় প্রার্থীর লোকজনকে মনোনীত করার। তাতেও রাজি হন কাশেমী। পরে কাশেমীর স্বারক্ষরযুক্ত এজেন্ট নিয়োগ পত্রে স্বাক্ষর আদায় করে নেয়া হয়। এরপরই তিনি হাসপাতালে ভর্তির নাটক শুরু করেন। সর্বশেষ নির্বাচনের দিন নিজের ভোটও দিতে এলাকায় আসেননি কাশেমী। এছাড়াও বিভিন্ন লোকজন, মাদ্রাসা এবং একটি ইসলামী দেশ থেকে কাশেমী বাগিয়ে নেন আরও ২ কোটি টাকা। নির্বাচনী ব্যবসায় চতুর কাশেমী ৩ কোটি টাকা তুলে নেন নিজের পকেটে।