মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৬ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

বন্ধ হয়ে গেল স্টুডেন্ট ঋণ মওকুফ কার্যক্রম

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৮ এএম, ১৯ নভেম্বর ২০২২ শনিবার

রিপাবলিকান স্টেটের আদালতের রায়

আজকাল রিপোর্ট
আদালতের রায়ে নিষিদ্ধ হয়ে গেছে প্রেসিডেন্ট বাইডেন ঘোষিত স্টুডেন্ট লোন মওকুফের কার্যক্রম। এর ফলে ক্ষতিগ্রস্ত হলো প্রায় সাড়ে ৪ কোটি আমেরিকান। রিপাবলিক্যান নেতৃত্বাধীন স্টেট টেক্সাসের আদালত গত সোমবার অনির্দিষ্টকালের জন্য প্রেসিডেন্ট বাইডেন ঘোষিত স্টুডেন্ট লোন মওকুফের আদেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এ আদেশ পুরো আমেরিকা জুড়ে প্রযোজ্য। টেক্সাসের ৮ম সার্কিট অব আপীল বিভাগ গত সোমবার এই রায় প্রদান করে। টেক্সাসের মামলাটি দায়ের করেছিল কনজারভেটিভ লিনিং ‘জব ক্রিয়েটরস নেটওয়ার্ক ফাউন্ডেশন’। আদালত তার রায়ে বলেন, প্রেসিডেন্ট লোন মওকুফের নির্বাহী আদেশ দিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন। আদালত এই আদেশ  নেশানওয়াইড স্থগিত করেছে।
এই রায় ঘোষণার পরপরই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লোন মওকুফের আবেদন গ্রহণ স্থগিত ঘোষণা করেন। অবশ্য এ পর্যন্ত ২ কোটি ৬০ লাখ আবেদন জমা পড়েছে। তিনি অবশ্য বলেছেন, এই রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রীম কোর্টে আপীল করা হবে। পর্যবেক্ষকরা বলছেন, এ জটিলতা সহজেই দূর হচ্ছে না। রিপাবলিকানদেও প্রভাবিত আদালত  সাড়ে ৪ কোটি মানুষের প্রত্যাশার অপমৃত্যু ঘটলো।
এদিকে আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে স্টুডেন্ট লোন পরিশোধের স্থগিতাদেশ। সরকার থেকে নতুন করে কোন আদেশ না দিলে ১ জানুয়ারি ২০২৩ থেকে ঋণ গ্রহিতাদের সুদসহ লোন পরিশোধ আবার শুরু করতে হবে। গত আগষ্টে প্রেসিডেন্ট জো বাইডেন সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত স্টুডেন্ট লোন মওকুফের ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন।  এতে ৪ কোটি ৩০ লাখ আমেরিকান স্টুডেন্ট ঋণের বোঝা থেকে পুরোপুরি বা আংশিক রেহাই পাচ্ছিলেন।