কর্ণেল বিশ্ববিদ্যালয়ে ফার্টেনিটি পার্টি বন্ধ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৪৬ এএম, ১২ নভেম্বর ২০২২ শনিবার
শিক্ষার্থীকে যৌন হয়রানি
আজকাল ডেস্ক
শিক্ষার্থীর ওপর যৌন নিপীড়নের অভিযোগের কারণে কর্নেল ইউনির্ভার্সিটিতে ফার্টেনিটি পার্টির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। গত রোববার এক শিক্ষার্থী একটি ফার্টেনিটি পার্টিতে তার ওপর যৌন হয়রানির অভিযোগ করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ইন্টারফ্রেটারনিটি কাউন্সিলের এক জরুরি সভায় ফার্টেনিটি পার্টির কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের নেতারা জানান, আরো চার শিক্ষর্থীর বিরুদ্ধে ক্যাম্পাসের বাইরে মাদক নেওয়ার অভিযোগ এসেছে। তারা বলেন, সব ঘটনাই ক্যাম্পাসের বাইরে ঘটেছে এবং এতে ফার্টেনিটি পার্টির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান প্রেসিডেন্ট মার্থা পোলাক এবং ভাইস প্রেসিডেন্ট রায়ান লোম্বার্ডি। এ ঘটনায় পুলিশি অসতর্কতায় দুঃখ প্রকাশ করেন তারা। তবে পুরো ঘটনা নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে।
বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দের বিবৃতিতে বলা হয়, ফার্টেনিটি পার্টির কার্যক্রম এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠান নিয়ে পাওয়া অভিযোগ বিষয়ে ইন্টারফ্রেটারনিটি কাউন্সিলের যে জরুরি সভা হয়েছে সেখানে আইএফসির ছাত্রনেতারা স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ফার্টেনিটি পার্টির নেতৃত্ব আরও শক্তিশালী করার বিষয় নিয়েও তারা আলোচনা করেছেন। আইএফসি-এর সামাজিক অনুষ্ঠান আয়োজনে ছাত্রনেতারা ও কর্ণেল বিশ্ববিদ্যালয় কর্মীরা অধিক দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ থাকবে।
রোববার বিশ্ববিদ্যালয় পুলিশ জানিয়েছে ঘটনার দিন রাত আড়াইটা থেকে সাড়ে ৪টার মধ্যে একটি অনুষ্ঠানে এক শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হওয়ার কথা তারা জানতে পেরেছেন।