সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১   ১২ জ্বিলকদ ১৪৪৫

মেলবক্সে চিঠি ফেলবেন না

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৩৩ এএম, ৫ নভেম্বর ২০২২ শনিবার


 
আজকাল রিপোর্ট
পোষ্টাল ডিপার্টমেন্ট নিউইয়কসহ সারাদেশের জনগনকে চিঠি ফেলার জন্য মেলবক্স ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। সরাসরি পোষ্ট অফিসে গিয়ে জনগনকে মেল পাঠাতে অনুরোধ করা হয়েছে। সারা যুক্তরাষ্ট্র জুড়ে রাস্তার ধারে ধারে রয়েছে লাখ লাখ মেলবক্স। আমেরিকানরা যুগ যুগ ধরে তা ব্যবহার করে আসছে। এই নির্দেশনা দিতে গিয়ে ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিস (ইউএসপিএস) বলেছে, সম্প্রতি ব্লু মেলবক্স থেকে হাজার হাজার চিঠিপত্র খোয়া যাচ্ছে। এতে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্যাদি চুরি হচ্ছে। বর্তমানে তা ভয়ানক রূপ নিয়েছে।
ইউএসপিএস জানিয়েছে, দিনের বেলায় সোমবার থেকে শুক্রবার মেলবক্স ব্যবহার নিরাপদ হলেও ছুটির দিনে তা মোটেও নিরাপদ নয়। নরমাল বিজনেস আওয়াওে ডাক বিভাগের লোকেরা নিয়মিত বক্স চেক করে থাকে। কিন্তু ছুটির দিন কিংবা উইকেন্ডে চিঠিপত্র  ২৪ ঘন্টারও বেশি মেলবক্সে পড়ে থাকে। দুস্কৃতকারীরা সুযোগ বুঝে মেলবক্স থেকে চিঠি চুরি করে। এমতাবস্থায় চিঠি প্রেরণে পোষ্ট অফিসে যাওয়াকেই শ্রেয় মনে করছেন তারা। পাশাপাশি ইউএসপিএস মেলবক্স চোরদের ধরতে জনগনের সহায়তা চেয়েছেন। প্রয়োজনে ৮৭৭- ৮৭৬-২৪৫৫  নম্বরে কল করতে অনুরোধ করা হয়েছে।