সোমবার   ০৮ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৩ ১৪৩২   ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

কর্মজীবিদের ট্যাক্স কমছে

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৩১ এএম, ২২ অক্টোবর ২০২২ শনিবার


আজকাল রিপোর্ট
জানুয়ারি থেকে কর্মজীবীদের ট্যাক্স কমছে। তাদের পে চেক থেকে ট্যাক্স  কর্তন কম হবে। আয় থেকে বেশি পরিমান ডিডাক্ট করারও সুযোগ থাকবে। ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে গত বুধবার ১৯ অক্টোবর। যাকে বলা হচ্ছে ইনফ্লেশন এডজাস্টমেন্ট ফর ২০২৩।
আইআরএস ইনকাম ট্যাক্স ব্রাকেটের মাধ্যমে অল্প পরিমানে ট্যাক্স কর্তন করবে। সাত ধরনের ইনকাম ব্রাকেট প্রয়োগ করা হবে। যত আয় বেশি তত বেশি হারে ট্যাক্স নেয়া হবে। এতে ট্যাক্স ব্রাকেট থাকে শতকরা ১০ থেকে ৩৭ ভাগ পর্যন্ত। যেমন জয়েন্ট ট্যাক্সফাইলে যাদের ইনকাম ২২ হাজার ডলার পর্যন্ত তারা ট্যাক্স দেবেন ১০%। আর যাদের ইনকাম ৫ লাখ ডলারের ওপর তারা ট্যাক্স দেবেন শতকরা ৩৭ ভাগ। আইআরএস এর মতে কর্মজীবিরা ২০২২ তুলনায় ২০২৩ সালে বড় আকারের চেক দেখতে পাবেন।