রোববার   ০৭ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২২ ১৪৩২   ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জানুয়ারিতে বয়স্কদের সোশ্যাল সিকিউরিটি বাড়ছে

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:২২ এএম, ২২ অক্টোবর ২০২২ শনিবার


 
  আজকাল রিপোর্ট
জানুয়ারি থেকে বয়স্কদের সোশ্যাল সিকিউরিটি বেনিফিট বাড়ছে। বর্তমানে প্রাপ্ত বেনিফিটের ওপর আরও শতকরা ৮.৭ ভাগ বেশি পাওয়া যাবে। গত ৪০ বছরের মধ্যে সোশাল সিকিউরিটির বেনিফিট এত বেশি কখনও বাড়েনি। দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ভাতা বাড়ানো হচ্ছে। এতে প্রায় ৭ কোটি আমেরিকান উপকৃত হবেন। সিনিয়র নাগরিকদের আগামী বছর থেকে মেডিকেয়ার পার্ট বি প্রিমিয়াম কম দিতে হবে। এতে প্রতিমাসের প্রিমিয়াম সোয়া ৫ ডলার কমবে।
সোশ্যাল সিকিউরিটি এডমিনিস্ট্রেশনের ভারপ্রাপ্ত কমিশনার কিলোলো কাইজাকাজি বলেছেন, সোশাল সিকিউরিটি ভাতা বৃদ্ধি ও মেডিকেয়ার প্রিমিয়াম কম হওয়ায় সিনিয়ররা আগামীতে স্বস্তিতে জীবন যাপন করতে পারবেন।