রোববার   ১২ মে ২০২৪   বৈশাখ ২৯ ১৪৩১   ০৪ জ্বিলকদ ১৪৪৫

নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:২০ এএম, ২২ অক্টোবর ২০২২ শনিবার

বয়স্ক ও অসুস্থদের জন্য বিশেষ সুবিধা

 
আজকাল রিপোর্ট
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে  বয়স্ক, শারীরিকভাবে অসুস্থ ও মানসিক রোগীদের আর পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না। তাদের ইন্টারভিউ বোর্ডের মুখোমুখি হতে হবে না। ইংরেজি ও সিভিক জ্ঞানের ওপর টেস্ট দিতে হবে না। এমনকি শপথ করতে না চাইলে তারা ‘ওয়েভার’ও চাইতে পারবেন। এইসব নতুন পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে নাগরিকত্ব পাওয়া সহজতর করল বাইডেন প্রশাসন।
ইউএস সিটিজেন এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) গতকাল বৃহস্পতিবার বয়স্ক ও অসুস্থদের সিটিজেনশীপ লাভের বাধা দূর করার লক্ষ্যে এই গাইডলাইন প্রকাশ করেছে। এতে এন-৬৪৮ ফরম সহজ করা হয়েছে। ডাক্তার এই ফরমে আবেদনকারীর শারীরিক, মানসিক ও অক্ষমতা বা ডিজএবিলিটির বিষয় তুলে ধরবেন, সার্টিফাই করবেন। শপথ গ্রহণের ব্যাপারে ওয়েভার চাইলেও ফরমে তা উল্লেখ করবেন।
নাগরিকত্ব কিংবা ন্যাচারাইলেজেশনের জন্য এন-৪০০ আবেদন ফরম পূরন করতে হয়। কিন্তু নানা প্রতিবন্ধকতা, ইংরেজি বলতে না পারা বা ইন্টারভিউ-এর ভয়ে অনেকেই নাগরিকত্বের জন্য আবেদন করেন না। প্রবাসী বাংলাদেশি সিনিয়র সিটিজেনদের মধ্যে এই প্রবণতা অনেক বেশি। বাইডেন প্রশাসন নাগরিকত্বের প্রক্রিয়াকে আরও নাগালের মধ্যে আনার জন্য  এন-৬৪৮ ফরম সহজতর করেছে। ডাক্তার বয়স্ক ও অসুস্থদের বিষয়গুলো উল্লেখ করে তা সার্টিফাই করবেন। এতে সিনিয়র সিটিজেনদের নাগরিকত্ব পেতে গতানুগতিক প্রক্রিয়ার মধ্যে আর যেতে হবে না।  বর্তমান নিয়মে ২০ বছর একাধারে গ্রীণকার্ডধারী ও ৬৫ বছর বয়স্ক হলে পরীক্ষা না দিয়ে নাগরিকত্ব পাওয়া যায়। নতুন এই নিয়মে আমেরিকার নাগরিকত্ব পাবার প্রতিবন্ধকতা আরও দূর হলো। ইউএসসিআইএস এর পরিচালক এম জাদৌ বলেছেন, ফরম এন-৬৪৮ পরিবর্তন করে ন্যাচারাইলেজশনের পথ আরও সুগম হলো। এতে সিনিয়র ও অসুস্থ গ্রীণকার্ডধারীরা  সহজেই নাগরিক হতে পারবেন।