নর্থ ক্যারোলাইনায় গুলিতে ৫ জন নিহত
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৫৮ এএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার
আজকাল রিপোর্ট
নর্থ ক্যারোলাইনার র্যালেতে গতকাল বৃহস্পতিবার রাতে গুলিতে ৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন অফ ডিউটি পুলিশ অফিসার রয়েছেন। গুলিতে আহত দুজন এখন চিকিৎসাধীন। হত্যাকারীকে পুলিশ আটক করেছে। তবে তার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
র্যালের মেয়র মেরি-অ্যান বলডুইন এ ব্যাপারে এক ব্রিফিঙে জানিয়েছেন, র্যালের অসপ্রে কেভ ও হারবার ড্রাইভের কাছে গ্রীনওয়েতে এই গুলি বর্ষনের ঘটনা ঘটে। এই এলাকার অধিবাসীদের ঘর থেকে বেরোতে নিষেধ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে গত বুধবার কানেকটিকাটের ব্রিস্টলে দুই পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করা হয়েছে। একটি পারিবারিক বিবাদের ব্যাপারে ৯১১-এ কল পেয়ে তিনজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে পৌঁছাতেই বন্দুকধারী এক ব্যক্তি বেরিয়ে এসে তাদের প্রতি গুলি বর্ষণ করে। গুলিতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন অপর একজন।