সোমবার   ০৮ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৩ ১৪৩২   ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আবারও দাম বাড়ছে ডাক টিকিটের

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৩ এএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার


আজকাল রিপোর্ট
আবারও বাড়ছে যুক্তরাষ্ট্রের ডাক টিকিটের দাম। ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ডাক বিভাগ গত শুক্রবার জানিয়েছে মুদ্রাস্ফীতির কারণে ফার্স্ট ক্লাস ফরএভার স্ট্যাম্প এর দাম ৬০ সেন্ট থেকে ৬৩ সেন্টসে বাড়ানো হবে। ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিস (ইউএসপিএস) দাম বাড়ানোর প্রস্তাবটি  পোস্টাল রেগুলেটরি কমিশনের কাছে পেশ করেছে। তা আগামী ২২ জানুয়ারি থেকে কার্যকর হবে।
ইউএস পোষ্টমাস্টার জেনারেল লুইস জয় বলেছেন, সিঙ্গেল পিস লেটারের দাম বাড়বে না। তবে আর্ন্তজাতিক চিঠির খরচ থেকে ১ ডলার ৪৫ সেন্টস পর্যন্ত বাড়বে। ফার্স্ট ক্লাস মেইল প্রাইজ বাড়বে শতকরা ৪.২ ভাগ।
উল্লেখ্য, মাত্র তিন মাস আগে গত জুলাই মাসের ২২ তারিখে ডাক টিকিটের দাম ৫৮ সেন্ট থেকে বাড়িয়ে ৬০ সেন্ট করা হয়েছিল। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত পাঁচবার ডাক টিকিটের দাম বৃদ্ধি পেল।  ২০১৭ সালে ডাক টিকিটের দাম ছিল ৪৯ সেন্ট। ২০১৮ সালে দাম বাড়িয়ে করা হয়েছিল ৫০ সেন্ট। ২০১৯ সালে ৫ সেন্ট বাড়িয়ে ডাক