রোববার   ০৭ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২২ ১৪৩২   ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে মহাশক্তিশালী হারিকেন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩৫ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

 যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাতে ফ্লোরিডায় আঘাত হানতে যাচ্ছে মহাশক্তিশালী হারিকেন ইয়ান। এরই মধ্যে ফ্লোরিডার সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলা হয়েছে। খবর বিবিসির।

গণমাধ্যমটি জানিয়েছে, আঘাত হানতে যাওয়া ঝড়টি ক্যাটাগরি-৪ এর এ সামুদ্রিক হারিকেন। ঝড়ের প্রভাবে তীব্র গতির ঝড়ো বাতাস ও জলোচ্ছ্বাসের আভাস দেওয়া হয়েছে।
ফ্লোরিডার গভর্নর রন ডিসান্তিস সতর্কতা দিয়ে বলেছেন, আজ ফ্লোরিডার জন্য ‘খারাপ খারাপ খুবই খারাপ দিন’। বর্তমানে ঝড়টির ২৫০ কি.মি প্রতি ঘণ্টায় এগিয়ে আসছে। যা একটি ক্যাটাগরি-৫ এর ঝড়ের সমান।