বুধবার   ২২ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৭ ১৪৩১   ১৪ জ্বিলকদ ১৪৪৫

‘এই ছাত্র রাজনীতির কাছে আমরা অসহায়’

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৪১ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

সামিয়া জাহান, ফেসবুক থেকে: ইডেনে পড়তে আসা আমরা বেশিরভাগই গ্রাম-গঞ্জ থেকে উঠে এসেছি। নিম্নবিত্ত- নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তানরা পড়াশোনা করি। এই ছাত্ররাজনীতির কাছে তারা/আমরা কতটা অসহায়, এসব চিত্র তার প্রমাণ।

মানুষ কেন এ-সবে হাসিঠাট্টা করে, এসব ঘটনা নিয়ে সিরিয়াস আলোচনা হওয়ার কথা। এ ব্যাপারগুলো নিয়ে জোরালো আওয়াজ তোলার কথা। সেখানে মানুষ ট্রোল করে উড়িয়ে দিচ্ছে সব!

গুটিকয়েক শিক্ষার্থীর জন্যে আজ একটা প্রতিষ্ঠান নিয়ে হাসি-তামাশা করতেছে।আজ ইডেনের প্রত্যেক স্টুডেন্ট পার্সোনাল ভাবে হয়রানির শিকার।।এর দায়ভার কে নিবে?

দু'দিন পর সব স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু প্রতিষ্ঠানের উপর দোষারোপ করাটা কি কোনদিন সমাধান হবে?