শনিবার   ০৮ নভেম্বর ২০২৫   কার্তিক ২৪ ১৪৩২   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

বেসরকারীভাবে বিজয়ী মহাজোট প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

 একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারীভাবে মহাজোটের ৫ এমপি পুনরায় বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

এরমধ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে গাজী গোলাম দস্তগীর ২ লাখ ৪৩ হাজার ৭৩৯ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি ধানের শীষের কাজী মনিরুজ্জামান পেয়েছেন ১৬ হাজার ৪৩৪ ভোট।

নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম বাবু পেয়েছেন ২ লাখ ৩ হাজার ৮৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ধানের শীষের নজরুল ইসলাম আজাদ পেয়েছেন ৫ হাজার ১৫২ ভোট।

নারায়ণগঞ্জ-৩ আসনে লিয়াকত হোসেন খোকা পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৭৮৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বি ধানের শীষের আজহারুল ইসলাম মান্নান পেয়েছেন ১৮ হাজার ৪৭ ভোট।

নারায়ণগঞ্জ-৪ আসনে একেএম শামীম ওসমান পেয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ১৩৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বি ধানের শীষের মুফতি মনির হোসাইন কাসেমী পেয়েছেন ৭৬ হাজার ৫৮২ ভোট।

নারায়ণগঞ্জ-৫ আসনে এ কে এম সেলিম ওসমান পেয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৯৫১ ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ধানের শীষের এস এম আকরাম পেয়েছেন ৫১ হাজার ১৩১ ভোট।