শনিবার   ০৮ নভেম্বর ২০২৫   কার্তিক ২৪ ১৪৩২   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

৩০ কেন্দ্রের ফলাফল : শামীম ওসমানের ৫৪ হাজার ও কাশেমীর ৮ হাজার ৭০০

নিজস্ব প্রতিবেদক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:১১ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

৩০ ডিসেম্বর রোববার সন্ধ্যা পৌনে ৭টায় নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনে ৩০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে মহাজোটের প্রার্থী শামীম ওসমান পেয়েছেন ৫৪ হাজার ৭৮০ ভোট। প্রতিদ্বন্দ্বি বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থী মনির হোসাইন কাশেমী পেয়েছেন ৮৭১৬ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৬ লাখ ৫১ হাজার ৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২৯ হাজার ৬শ’ ৩৭ জন এবং নারী ভোটার ৩ লাখ ২১ হাজার ৪শ’ ৬২জন। মোট ভোট কেন্দ্র সংখ্যা হচ্ছে ফতুল্লায় ১৫৫ এবং সিদ্ধিরগঞ্জ ৬১।