বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো নারায়ণগঞ্জে ভোটগ্রহণ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে সবকটি আসনে  সকাল ৮টা  থেকেই ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে ভোটগ্রহণ শুরু হয়। প্রতিটি কেন্দ্রে চোখে পড়ার মত ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে। নির্বাচনে ভোটাররা ব্যাপক উৎসাহের মধ্যদিয়ে লাইনে দাঁড়িয়ে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করেন। 

সকলের অংশগ্রহন মূলক এই নির্বাচনে নারায়ণগঞ্জের সবকটি আসনেই জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেছন মহাজোট প্রার্থীরা। 

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের  টেকপাড়া দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম মো. শরিফ মিয়া জানান, ‘খুব সুন্দর পরিবেশে ভোট দিয়ে আসলাম, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি‘। এই প্রসঙ্গে ভোটার আকবর বলেন, বাবু ভাই আড়াইহাজারে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন তাই আমি বাবু ভাইকে নৌকা প্রতীকে ভোট দিয়েছি, আশা করি তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। 

নারায়নগঞ্জ-৪ আসনের ভোটার নাজমুন নাহার নামের এক নারী ভোটারের সাথে কথা বললে তিনি জানান, শান্তিপূর্ণভাবে কেন্দ্রে  এসে ভোট দিয়েছি কোনো অসুবিধা হয়নি। 

 

এছাড়া নারায়ণগঞ্জ-১, ৩ ও ৫  আসনের বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা যায়, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হায়েছে। তাছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক সেনাবাহিনীর পাশাপাশি র‌্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা বিভিন্ন কেন্দ্রে  উপস্থিত ছিলেন।