বুধবার   ২০ আগস্ট ২০২৫   ভাদ্র ৫ ১৪৩২   ২৫ সফর ১৪৪৭

নৌকার জোয়ার উঠেছে: গোলাম দস্তগীর

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

নারায়ণগঞ্জ, ৩০ ডিসেম্বর- মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে, সারাদেশে নৌকার জোয়ার উঠেছে বলে মন্তব্য করেছেন রুপগঞ্জ ১ আসনের আওয়ামী লীগ প্রার্থী গোলাম দস্তগীর গাজী। সকাল ৮টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জের রুপগঞ্জের রুপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি এ কথা বলেন। এ সময় লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি।

ভোট দেওয়া শেষে গোলাম দস্তগীর গাজী আরো বলেন, মানুষ উন্নয়নকে সমর্থন দিচ্ছে। এজন্য ভোটাররা সকাল থেকে ভোট দিতে এসেছেন। ভোটের পরিবেশ খুব ভালো, কোথাও কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা নেই। জয়ের বিষয়ে শতভাগ আশাবাদি দস্তগীর বলেন, আওয়ামী লীগ সরকার দেশে সবচেয়ে বেশি উন্নয়ন করেছে।

অন্যদিকে, নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী সকাল ৯টায় রুপসী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এ সময় তিনি বলেন, মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। মানুষ এত খুশি যে, অনেকেই ভোট দিতে পারবে না। কারণ, সবাই ভোট দিতে আসছে।