গুজব থেকে রক্ষা পেতে সংবাদ মাধ্যমের সহায়তা চান শামীম ওসমান
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৪২ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার
সামাজিক যোগাযোগ মাধ্যমে শামীম ওসমান ও সেনাবাহিনীকে নিয়ে ছড়ানো গুজবের বিরুদ্ধে প্রতিকার চেয়ে সংবাদ মাধ্যমের কাছে সহায়তা চেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী শামীম ওসমান। শনিবার বিকেলে নগরের জামতলা এলাকার নিজ বাড়িতে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
শামীম ওসমান বলেন, শনিবার সকাল থেকে তাকেসহ দলের বেশ কয়েকজন রাজনীতিবিদকে নিয়ে ফেসবুকে ভুয়া অনলাইনের বরাত দিয়ে মিথ্যা গুজব ছড়ানো হয়। সেনাবাহিনীর ছবি দিয়ে দেখানোর চেষ্টা করা হয় যে, শামীম ওসমানের বাড়ি ঘিরে ফেলছে তারা। শামীম ওসমানকে গ্রেফতার করা হয়েছে।
এ ধরনের প্রচারণাকে ডাহা মিথ্যা আখ্যা দিয়ে শামীম ওসমান বলেন, ভোটের ঠিক আগ মুহূর্তে এ ধরনের গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। যারা বা যে গোষ্ঠী নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে নাশকতার পরিকল্পনা করেছিল, সেই আইএসআই ও স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তিই এ ধরনের প্রচারণার পেছনে রয়েছে বলে তিনি দাবি করেন।
শামীম ওসমান বলেন, যাদের জনসমর্থন নেই তারাই এ ধরনের কাজ করছে। শুধু আমাকে নয়, দলের বেশ কয়েকজন সিনিয়র নেতার বিরুদ্ধেও এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে, ওবায়দুল কাদেরের ভাইকে সেনাবাহিনী আটক করেছে। অমুক জায়গায় আওয়ামী লীগের ২০ জন নেতাকর্মীকে আটক করেছে। এ ধরনের নোংরা অপপ্রচারের প্রতিবাদ জানানোর ভাষা জানা নেই আমাদের। শুধু অপপ্রচারই নয়, বলা হচ্ছে আওয়ামী হানাদারদের বিরুদ্ধে মাঠে নেমেছে দেশপ্রেমিক সেনাবাহিনী। যেহেতু দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়েও অপপ্রচার চালানো হচ্ছে, তাই গণমাধ্যমের কাছে এর বিরুদ্ধে প্রতিকার চেয়ে আমি সহায়তা কামনা করছি।
শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। গুজব ছড়িয়ে নির্বাচনের সেই পরিবেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
