শনিবার   ০৮ নভেম্বর ২০২৫   কার্তিক ২৪ ১৪৩২   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

নারায়ণগঞ্জের ওসমান ভ্রাতারা কে কোথায় ভোট দিবেন?

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনে মহাজোটের মনোনীত জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী বর্তমান এমপি সেলিম ওসমান সকাল সকাল ভোট দিবেন বলে জানিয়েছেন তাঁরই সমর্থনকারী নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু পরিবেশ রয়েছে বলে দাবি করেছেন তিনি।

তিনি আরো বলেন, মহাজোটের প্রার্থী এমপি সেলিম ওসমান রোববার সকাল ৯টায় চাষাঢ়া বাগে জন্নাত এলাকার শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দিবেন। সেখানে ভোট প্রদান শেষে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যাবেন।

প্রসঙ্গত নারায়ণগঞ্জ-৫ আসনে মূলত প্রধান প্রতিদ্বন্দ্বী ও বিরোধী প্রার্থী জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এসএম আকরাম। এছাড়াও এ আসনে বিভিন্ন দলের আরো ৬জন প্রার্থী রয়েছে।


নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য শামীম ওসমান ফতুল্লায় ধর্মগঞ্জ এলাকায় ভোট দিবেন। ৩০ ডিসেম্বর রোববার সকালে এই ভোট প্রদান করবেন।


এবাবের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৬ লাখ ৫১ হাজার ৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২৯ হাজার ৬শ’ ৩৭ জন এবং নারী ভোটার ৩ লাখ ২১ হাজার ৪শ’ ৬২জন। মোট ভোট কেন্দ্র সংখ্যা হচ্ছে ফতুল্লায় ১৫৫ এবং সিদ্ধিরগঞ্জ ৬১। এর মধ্যে ঝূকিপূর্ণ কেন্দ্র ফতুল্লায় ১১৩, সিদ্ধিরগঞ্জে ৫৮টি এবং ৭ টি সিদ্ধিরগঞ্জে, ফতুল্লায় ৪২ টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।