বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

এক নজরে নারায়ণগঞ্জের ৫টি আসনের ভোটার ও প্রার্থী বিবরণ

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে মোট ভোটার হল ২০ লাখ ৩৪ হাজার ২৪৫ জন। যার মধ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ভোটার হল ৩ লাখ ৪৯ হাজার ৭৯১ জন। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ভোটার হল ২ লাখ ৮৩ হাজার ৮৬৭ জন। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ভোটার হল ৩ লাখ ৩ হাজার ৮৭২ জন। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনে ভোটার হল ৬ লাখ ৫১ হাজার ৯৯ জন। নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে ভোটার হল ৪ লাখ ৪৫ হাজার ৬১৬ জন।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ভোটার সংখ্যা হচ্ছে ৩ লাখ ৪৯ হাজার ৭শ’ ৯১। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৩শ’ ৯৪ জন এবং নারী ভোটার হচ্ছ ১ লাখ ৭১ হাজার ৩শ’ ৯৭ জন। মোট ভোট কেন্দ্র হচ্ছে ১২৭ টি। এর মধ্যে ঝূকিপূর্ণ কেন্দ্র ৫১ টি এবং ৭৬ টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি গোলাম দস্তগীর গাজী মহাজোটের এবং বিএনপি মনোনীত প্রার্থী কাজী মনিরুজ্জামান মনির জাতীয় ঐক্যফ্রন্টের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। এছাড়া লড়াইয়ে রয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী ইমদাদুল্লাহ হাসেমী, সিপিবির মোঃ মনিরুজ্জামান চন্দন, জাকের পার্টির মাহফুজুর রহমান, স্বতন্ত্র মোঃ হাবিবুর রহমান।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার)
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ২ লাখ ৮৩ হাজার ৮শ’ ৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৪  হাজার ১শ’ ২২ জন এবং নারী ভোটার হচ্ছে ১ লাখ ৩৯ হাজার ৭শ’ ৪৫ জন। মোট কেন্দ্র সংখ্যা হচ্ছে ১১৩টি। এর মধ্যে ঝূকিপূর্ণ কেন্দ্র ৪০ টি এবং ৭৩ টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি নজরুল ইসলাম বাবুকে মহাজোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নজরুল ইসলাম আজাদকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এছাড়া লড়াই রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নাসির উদ্দিন, কমিউনিস্ট পার্টির হাফিজুল ইসলাম, জাকের পার্টির মুরাদ হোসেন জামাল।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ)
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৩ লাখ ৩ হাজার ৮শ’ ৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৭শ’ ২ জন এবং নারী ভোটার হচ্ছে ১ লাখ ৪৭ হাজার ১শ’ ৭০ জন। মোট ভোট কেন্দ্র সংখ্যা হচ্ছে ১১৮ টি। এর মধ্যে ঝূকিপূর্ণ কেন্দ্র ৫২টি এবং ৬৬টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নি করা হয়েছে।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টি দলীয় বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী আজাহারুল ইসলাম মান্নানকে চূড়ান্ত করা হয়েছে। তবে বিদ্রোহী প্রার্থী হিসেবে এখনো অনঢ় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। তিনি প্রত্যাহার করেননি। এছাড়া লড়াইয়ে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত আলহাজ্ব মোঃ সানাউল্লাহ নূরী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মনোনীত প্রার্থী মজিবুর রহমান মানিক, সিপিবির আব্দুস সালাম বাবুল, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির এএনএম ফখরুদ্দিন।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ)
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৬ লাখ ৫১ হাজার ৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২৯ হাজার ৬শ’ ৩৭ জন এবং নারী ভোটার ৩ লাখ ২১ হাজার ৪শ’ ৬২জন। মোট ভোট কেন্দ্র সংখ্যা হচ্ছে ফতুল্লায় ১৫৫ এবং সিদ্ধিরগঞ্জ ৬১। এর মধ্যে ঝূকিপূর্ণ কেন্দ্র ফতুল্লায় ১১৩, সিদ্ধিরগঞ্জে ৫৮টি এবং ৭ টি সিদ্ধিরগঞ্জে, ফতুল্লায় ৪২ টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান এবং জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতী মনির হোসেন কাসেমীর নাম ঘোষণা করা হয়েছে। লড়াইয়ে রয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী শফিকুল ইসলাম, বাসদের সেলিম মাহমুদ, সিপিবির ইকবাল হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহমুদ হোসেন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ এর ওয়াজিউল্লাহ মাতব্বর অজু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোঃ জসিম উদ্দিন। মহাজোট ইস্যুতে জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা মোল্লার প্রত্যাহার করার কথা থাকলেও তিনি প্রার্থীতা প্রত্যাহার করেননি।

নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর)
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৪ লাখ ৪৫ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৫ হাজার ২শ’ ১৪ জন এবং নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৪শ’ ২ জন। মোট ভোট কেন্দ্র সংখ্যা হচ্ছে সদরে ৭৬টি, বন্দরে ৯৫টি। এর মধ্যে ঝূকিপূর্ণ কেন্দ্র সদরে ৪১ টি, বন্দরে ৬৭টি এবং সদরে ৩৫টি, বন্দরে ২৮ টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমান এবং জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী নাগরিক ঐক্যের উপদেষ্টা সাবেক এমপি এস এম আকরামকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। লড়াইয়ে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল কালাম মুন্সী, সিপিবির অ্যাডভোকেট মন্টুঘোষ, বাসদের আবু নাঈম খান বিপ্লব, ইসলামী ঐক্যফ্রন্টের বাহাদুর শাহ মুজাদ্দেদী, খেলাফত মজলিশের মনোনিত হাফেজ মোঃ কবির হোসেন, জাকের পার্টির মোর্শেদ হাসান।