না’গঞ্জে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২৬ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার
নারায়ণগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে সব প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন। এখন শুধু ভোট গ্রহণের জন্য অপেক্ষা।
আজ শনিবার সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে ব্যালট পেপার, বক্স, সিল, ফরম, প্যাকেটসহ নির্বাচনী সামগ্রী। নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নারায়ণগঞ্জ জেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান জানিয়েছেন, ৫টি সংসদীয় আসনে ভোট গ্রহণের জন্য ৭৪৫টি কেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ধরে রাখতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্নিষ্ট কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও চরাঞ্চলের কেন্দ্রগুলোর জন্য বিশেষ নজরদারি রাখা হয়েছে।
পাঁচটি আসনে ৭৪৫টি ভোট কেন্দ্রে ৩৯৯৯টি ভোট কক্ষ রয়েছে। এবার ৫টি আসনে ২০ লাখ ৩৪ হাজার ২৪৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
