বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচনের দিন ৫টি আসনের দায়িত্বে ৫ অতিরিক্ত পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:০২ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

রবিবার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন নারায়ণগঞ্জের ৫টি আসনে সেক্টর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন জেলার ৫ অতিরিক্ত পুলিশ সুপার।

শনিবার (২৯ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, বিপিএম (বার), পিপিএম (বার)।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে সেক্টর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. নূরে আলম।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে সেক্টর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুল্লাহ আল মামুন।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে সেক্টর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ অঞ্চল) মো. খোরশেদ আলম।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে সেক্টর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফারুক হোসেন।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে সেক্টর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মনিরুল ইসলাম।

প্রসঙ্গত, রবিবার (৩০ ডিসেম্বর) নারায়ণগঞ্জের ৫টি আসনের ৭৪৫টি কেন্দ্রে ২০ লাখ ৩৪ হাজার ২৪৫জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। ভোটগ্রহন চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোটের দিন সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ সদস্যসহ প্রায় ৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে থাকবেন। এছাড়া ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের দায়িত্ব পালন করবেন।