রোববার   ০৪ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৬ জ্বিলকদ ১৪৪৬

ফতুল্লায় বাসচাপায় রিকশাচালকের মৃত্যু

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:২০ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

নারায়ণগঞ্জের ফতুল্লায় শুক্রবার সকালে বাসচাপায় মোজাম্মেল প্রামাণিক নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

ফতুল্লার সস্তাপুর এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল জামালপুর জেলার মাদারগঞ্জের আজিম উদ্দিনের ছেলে।

 

ফতুল্লা মডেল থানার এসআই মজিবুর রহমান বলেন, যাত্রীবাহী বাস রিকশাচালক মোজাম্মেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। বাস রেখে পালিয়ে গেছে চালক ও হেলপার। বাসটি আটক করা হয়েছে।

অন্যদিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।