শনিবার   ০৮ নভেম্বর ২০২৫   কার্তিক ২৪ ১৪৩২   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

৩ দিনের ছুটিতে গ্রামের ভোটাররা শহর ছাড়ছেন

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৪২ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

তিনদিন সরকারী ছুটির কারণে গ্রামের ভোটাররা শহর ছাড়তে শুরু করেছেন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে তারা ছুটে যাচ্ছেন গ্রামে। আবার অনেকেই তিনদিনের ছুটি পেয়ে পরিবারের সাথে দেখা-সাক্ষাতের সুযোগটাকেও কাজে লাগাবেন এবার। কারণ বিগত জাতীয় নির্বাচনগুলোতে তিনদিনের ছুটি ছিল অস্বাভাবিক। শুধু ভোটের দিন সরকারী ছুটি ঘোষনা করা হতো। এবার কাকতালীয়ভাবে নির্বাচনের আগের দুইদিন শুক্র ও শনিবার হওয়ায় তিনদিনের ছুটি ফাঁকে দেশ। ফলে ফাঁকা হচ্ছে নগরী। তবে শুক্রবার ছুটি হওয়ায় বৃহস্পতিবারই ফিরতে শুরু করেছেন মানুষজন।

২৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ‌্যায় সরেজমিনে দেখা যায়, নগরের বাস স্ট্যান্ডগুলোতে যাতীদের ভীড়। নগর ছেড়ে মানুষ নিজ নিজ গ্রামে ফিরছে। টিকেট কেটে বাসের অপেক্ষায় বসে আছে যাত্রীরা।

শ্যামলী পরিবহনের কাউন্টারে অপেক্ষারত যাত্রী অনিল কুমার দাস বলেন, আমি চট্টগ্রামে যাবো। এখানে মামার বাসায় আছি। পড়ালেখা করছি ঢাকা কলেজে। ছুটি পেয়েছি। তারউপর নিজের প্রথম ভোট দেওয়ার আগ্রহ তো আছেই। এজন্য ছুটিতে বাসায় যাচ্ছি।

কর্ণফুলী স্পেশাল পরিবহনে রংপুরে যাচ্ছেন পুরো পরিবারসহ সিরাজ সরকার। তিনি বলেন, বছর শেষে ছেলে মেয়েদের পরীক্ষা শেষ। আর নির্বাচন এর কারণে নিজেও ছুটি পেয়েছি। ছুটিটা কাটাবো। গত বছর ভোট দিতে পারি নাই, এবার নিজের ভোট টাও দিবো। একই চিত্র অন্যান্য দুরপাল্লার বাস কাউন্টারগুলোতে।