বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়নের কাজ হয়েছে : মন্ত্রী গাজী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৩৯ পিএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে।'
শুক্রবার (২ অগাস্ট) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলী, নোয়াগাঁও, দিঘলিয়া ও বুরুটিয়া এলাকায় বিভিন্ন সড়ক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক, কাঞ্চন পৌরসভার কাউন্সিলর আইয়ুব খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।শুক্রবার (২ আগষ্ট) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বান্টি বাজার পরিদর্শন করেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।