যারা মানুষ পুড়িয়ে মারে তাদের ভোট দেবেন না : লিপি ওসমান
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:০৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপি বলেন, আপনার দেশের এই মানুষগুলোকে যদি বাঁচাতে চান তাহলে আর ঐ জঙ্গিবাদদেরকে আসতে দিয়েন না।
যারা আন্দোলনের নামে সাধারণ মানুষকে হত্যা করে, যারা মানুষ পুড়িয়ে মারে। যারা বোমাবাজি করে, তাদের কবল থেকে আমরা দেশটাকে বাচাঁবো। দায়িত্ব আপনার হাতে এ দেশ আপনার মা।
বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার তল্লা ফকিরা গার্মেন্টস সংলগ্ন মাঠে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমানের নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কারো অপপ্রচারে ভিভ্রান্ত হবেন না, দেশ ও এলাকার প্রশ্নে কারো মিথ্যাচারে কান দেবেন না । আল কোরআনের আয়াতে বলা আছে যে, সন্দেহ করে কাউকে দোষী সাব্যস্ত করো না। কারো কান কথায় কাউকে দোষী সাব্যস্ত করো না। যদি করো, তাহলে যার কথায় করলে এবং যার জন্য করলে তার সমান পাপের ভাগ তোমাকেও পেতে হবে। সুতরাং সাবধান। এবার সচেতন হওয়ার পালা এসেছে।
সালমা ওসমান লিপি বলেন, আপনাদের বিচার বিবেচনা করতে হবে, মার্কাটা হাতে নিয়ে কে দাঁড়িয়েছেন। তিনি যোগ্য কিনা। তিনি দায়িত্ব পালন করেছেন কিনা। যে কাজ দিয়ে তাকে পার্লামেন্টে পাঠিয়ে ছিলেন সে কাজ তিনি করেছেন কিনা।
তিনি আরও বলেন, আপনাদের সাথে ওয়াদা পালন করেছেন কিনা। ভোট শুধু চাইছি না, দাবী ও করছি। এই ভোট শুধু শামীম ওসমান সাহেবের নয়। এই ভোট আপনার ভোট। যদি তিনি জিতেন এলাকার উন্নয়ন হবে। আর যদি এলাকার উন্নয়ন হয় তাহলেতো জিতে গেলেন আপনি। এ জয় আপনাদের জয়।
যুবলীগ নেতা জানে আলম বিপ্লবের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, বীর মুক্তিযোদ্ধা আলী মোঃ খান, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলী, সাধারণ সম্পাদক রেহান শরীফ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী নূর, মাহবুব ও আনিসুজ্জামানসহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।
