রূপগঞ্জে আওয়ামী লীগের গণসংযোগ
নিজস্ব প্রতিবেদন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৪২ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ নেতা ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক। বুধবার বিকালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজীর পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে তিনি কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগ শেষে নাওড়া এলাকায় স্থানীয় ইউপি কার্যালয়ের মাঠে সংক্ষিপ্ত পথসভায় আলহাজ রফিকুল ইসলাম রফিক বলেন, উন্নয়ন আর অগ্রগতির প্রতীক নৌকা। আর ধ্বংসের প্রতীক ধানের শীষ। ঐক্যফ্রন্ট রাজাকারদের হাতে প্রতীক তুলে দিয়ে নির্বাচনকে কলুষিত করার পাশাপাশি গণমানুষের আস্থা হারিয়েছে। দেশের মানুষ শান্তি আর উন্নয়ন চায়। তাই নৌকার বিজয় সুনিশ্চিত। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রূপগঞ্জের সকল দেশপ্রেমিক মানুষকে নৌকা প্রতীকে ভোট দিয়ে দলের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)কে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান ভূঁইয়া সজীব, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল আউয়াল, সহ-সভাপতি ইয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, উপজেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম, আউয়াল হোসেন, হাজী নবী হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম চৌধুরী অপু, লুৎফর রহমান মুন্না, আশিকুল ইসলাম খোকন, হাফিজুর রহমান পায়েল, স্বেচ্ছাসেবক লীগ নেতা শমসের আলী, মহিলা লীগ নেত্রী শায়লা তাহসীন সিঁথি, স্বপ্না আক্তার প্রমুখ।
