বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪   বৈশাখ ২৫ ১৪৩১   ০১ জ্বিলকদ ১৪৪৫

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বন্দরে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

১০ ডিসেম্বর সোমবার সকাল ৯টায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বন্দর খেয়াঘাটস্থ মানবাধিকার কাউন্সিল বন্দর থানা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত।
র‌্যালীটি বন্দর খেয়াঘাট পার হয়ে নারায়ণগঞ্জ গোলশান সিনেমা হল রোড হয়ে ডিআইটি, কালীবাজার প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে পথ সভায় মিলিত হয়।

র‌্যালী শেষে বন্দর খেয়াঘাটস্থ ছাত্রলীগ নেতা খান মাসুদের অফিসে আয়োজিত মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল বন্দর থানা মহানগর শ্রমিকলীগের সভাপতি কাজিম উদ্দিন আহমেদ। 
প্রধান অতিথি হিসেবে কাজিম উদ্দিন আহমেদ তার বক্তৃতায় বলেন,সর্বাগ্রে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে সেখোনেই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশ্বে মানবাধিকার যথার্থই হুমকির মুখে। চিরন্তন মূল্যবোধগুলো বাধার সম্মুখীন। আইনের শাসন অবমূল্যায়িত হচ্ছে। আগের যে কোনো সময়ের চেয়ে আমাদের সবাইকে মানবাধিকারের পক্ষে একসঙ্গে দাঁড়ানোর সময় এসেছে।

এ সময় উপস্থিত ছিলেন, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ, বন্দর থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি সালিমা হোসেন শান্তা, সহ-সভাপতি সোনিয়া আক্তার, আনোয়ারুল হক, ফিরোজ খান, আনিসুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর, মাসুম, ডালিম হায়দারসহ মানবাধিকার কাউন্সিল নেতৃবৃন্দ