বুধবার   ২০ আগস্ট ২০২৫   ভাদ্র ৪ ১৪৩২   ২৫ সফর ১৪৪৭

রূপগঞ্জে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৭ পিএম, ১৭ মে ২০১৯ শুক্রবার

 রূপগঞ্জে ছাদ থেকে পড়ে সিফাত মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) সন্ধ্যায় উপজেলার ভোলাব ইউপির করাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিফাত মিয়া উপজেলার ভোলাব ইউপির করাটিয়া এলাকার আজাহার মিয়ার ছেলে। সে স্থানীয় নতুন কুড়ি কিন্ডার গার্টেনের প্লে-গ্রুপের শিক্ষার্থী ছিল।

 

নিহতের পরিবারের বরাত দিয়ে ভোলাব উপ-পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে সিফাত কাউকে কিছু না বলে বাড়ির দোতলা ছাদের উপরে উঠে। খেলেতে খেলতে সেখান থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। কারো কোনো আপত্তি না থাকায় পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।