বুধবার   ২০ আগস্ট ২০২৫   ভাদ্র ৪ ১৪৩২   ২৫ সফর ১৪৪৭

সোনারগাঁওয়ে মহাজোট প্রার্থীর পক্ষে উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৫২ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবিরাম ভাবে  নির্বাচনী প্রচারনায় চালিয়ে যাচ্ছেন সাংসদ লিয়াকত হোসেন খোকার পত্নী ও সমর্থকরা। সোমবার (২৪ ডিসেম্বর) সোনারগাঁও পৌরসভার লাহাপাড়া এলাকায় কয়েকশত নারী ভোটারদের নিয়ে গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি

এ সময় বক্তব্য দেন, সাংসদ লিয়াকত হোসেন খোকার পত্নী ডালিয়া লিয়াকত, পৌর মেয়র সাদেকুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল, স্থানীয় কাউন্সিলর দুলাল মিয়া, সংরক্ষিত কাউন্সিলর জায়েদা আক্তার মনি, আব্দুস সামাদ প্রমূখ। 

ডালিয়া লিয়াকত বলেন, লাঙ্গল প্রতিক শেখ হাসিনার প্রতিক। লাঙ্গলের জয় শেখ হাসিনার জয়। তাই আমরা লাঙ্গল মার্কায় ভোট দিয়ে এই আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই। লিয়াকত হোসেন খোকা সোনারগাঁয়ে গত পাচঁ বছরে ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো লাঙ্গলে ভোট দিয়ে তাকে জয়ী করার আহবান জানান তিনি।