বুধবার   ২০ আগস্ট ২০২৫   ভাদ্র ৪ ১৪৩২   ২৫ সফর ১৪৪৭

বাস চালকসহ ৬ জনেকে জরিমানা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১৩ এএম, ১৩ মে ২০১৯ সোমবার

আড়াইহাজারে এক বাস চালকসহ ৬ জনকে জরিমামান করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১১ মে) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাসেন মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।


জানা গেছে, অভিলাস পরিবহনের চালক মোঃ রনি বাস চালানোর সময় মোবাইল ফোনে কথা বলার কারণে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। তা ছাড়া বিভিন্ন দোকানের ট্রেড লাইসেন্স না থাকার কারণে এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে দোকান মালিকদেরকেও জরিমানা করা হয়। 


এর মধ্যে একটি মিষ্টির দোকানের মালিক সিরাজুল ইসলামকে অপরিচ্ছন্নতার কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  তা ছাড়া ট্রেড লাইসেন্স না থাকার কারণে মিকাইল বস্ত্র বিতান, মামুন বস্ত্র বিতান, আরিফ বস্ত্র বিতান ও আসাদুজ্জামান বস্ত্র বিতাননের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয়।