বুধবার   ২০ আগস্ট ২০২৫   ভাদ্র ৪ ১৪৩২   ২৫ সফর ১৪৪৭

বন্দরবাসীরা ভোট দেবে ইভিএম এ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৮ এএম, ১৩ মে ২০১৯ সোমবার

বন্দর উপজেলা পরিষদের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে  ভোটগ্রহণ করা হবে। এই নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বিল্লাহ্র স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। নির্বাচন কমিশন আগামী ১৮ জুন বন্দর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (৯ মে) নির্বাচনের এই তফসিল ঘোষণা করে।
 
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ মে, যাচাই-বাছাই ২৩ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩১ মে। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবে।
 
এর আগে গত ৩১ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে নারায়ণগঞ্জের সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজার এই ৩ উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়। এছাড়া সদর উপজেলায় সীমানা জটিলতার মামলা থাকায় নির্বাচন অনিশ্চিত।