ভোটের মাঠে প্রচারণার শীর্ষে ওসমান পরিবার
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:০০ এএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
নির্বাচনে প্রচার-প্রচারণাসহ সব ধরনের প্রস্তুতি নিয়ে শীর্ষে রয়েছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবার। এ পরিবারের দুই সহোদর নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ এমপি শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির এমপি সেলিম ওসমান নির্বাচনে এবারও প্রার্থী হয়েছেন।
এ পর্যন্ত শামীম ওসমান তার নিজ আসনে ৪০০ উঠান বৈঠক ও ৩০০ পথসভা করেছেন। পিছিয়ে নেই সেলিম ওসমানও। নিজ আসনে শতাধিক জনসভা-পথসভা ও উঠান বৈঠক করে প্রচারণার সব দিকে এগিয়ে রয়েছেন তিনি।
শুধু এমপি দুই ভাই-ই নন, এমপি শামীম ওসমানের স্ত্রী জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি, পুত্র অয়ন ওসমান ও এমপি সেলিম ওসমানের স্ত্রী নাসরিন ওসমান শামীম ও সেলিমের আসন এলাকায় উঠান বৈঠক করে যাচ্ছেন।
পরিবারের সদস্য ছাড়াও মাঠে দুই এমপির সহস্রাধিক টিম কাজ করছে। ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও তরুণ লীগ প্রতিটি পাড়া-মহল্লায় টিম গঠন করে চালাচ্ছে এমপি শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রচারণা।
ইতিমধ্যে প্রতিটি এলাকায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেছেন দুই সংসদ সদস্য। ক্যাম্প পরিচালনায় মাঠে রয়েছে শতাধিক টিম। প্রত্যেক ভোটারের বাড়িতে বাড়িতে আওয়ামী লীগ সরকারের অবদান ও উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করা হচ্ছে।
প্রচারণায় স্লোগান একটি ‘কেন ভোট দেব শামীম ওসমান ও সেলিম ওসমানকে?’ প্রশ্নের উত্তর দিয়ে সেই লিফলেটে আছে শামীম ওসমানের উদ্যোগে নারায়ণগঞ্জে ৭ হাজার ৪০০ কোটি টাকার উন্নয়নের নানা কর্মকাণ্ড ও সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে ৯৭ কোটি টাকার উন্নয়নের ফিরিস্তি।
