দুর্নীতি মুক্ত নারায়ণগঞ্জ গড়তে চাই : মেয়র আইভী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:১৪ এএম, ৪ মে ২০১৯ শনিবার

নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন মেয়ের ড.সেলিনা হায়াৎ আইভী বলেছেন- আমি সন্ত্রাস, দুর্নীতি মুক্ত নারায়ণগঞ্জ গড়তে চাই। সুন্দর একটা জেলা উপহার দিতে চাই। এতে জনগনের সহযোগীতা প্রয়োজন। সর্বোপরি আমি শান্তিময় নারায়ণগঞ্জ চাই। শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় নাসিক ৭নং ওয়ার্ডে নাভানা সিটি মাঠে এক অনুষ্ঠানের এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কামান্ডার বীরমুক্তিযোদ্ধা শাহজাহান ভূইয়া জুলহাস, নাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলা, ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, মহিলা কাউন্সিলর, মাকসুদা মুজ্জাফফর, মনোয়ারা বেগম, আয়শা আক্তার দিনা, মহানগর যুবলীগের সিনিয়র সহ সভাপতি কামরুল ইসলাম বাবু, যুবলীগ নেতা জামান, মিজানুর রহমান রিপনসহ এলাকাবাসী প্রমূখ।
মেয়র আইভী আরো বলেন, উন্নয়ন হচ্ছে সিটির প্রতিটা ওয়ার্ডে। সিদ্ধিরগঞ্জে ১০টি ওয়ার্ডেই উন্নয়ন হচ্ছে। শহরের জিমখানা একটি লেক হয়েছে। সিদ্ধিরগঞ্জে লেক হচ্ছে। ৮নং ওয়ার্ড একটি হাসপাতাল হবে। ৬নং ওয়ার্ডে সিটির একটি ৪তলা আঞ্চলিক ভবন হবে।
এভাবে প্রতিটা ওয়ার্ডে উন্নয় হচ্ছে। আমি বঙ্গবন্ধুর সোনার বাংলা, প্রধানমমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ও আমার শান্তিময় নারায়ণগঞ্জ গড়তে চাই। এতে জনগন (আপনাদের) সহযোগীতা প্রয়োজন।
পরে মেয়র আইভী সিদ্ধিরগঞ্জ ভাঙ্গারপুল হইতে শিমরাইল গলাকাটা ব্রীজ পর্যন্ত ডিএনডি মেলন খাল পুনঃখনন ও খালের পশ্চিম পাড়ে রাস্তা, ড্রেন, ব্রীজ,ওয়াকওয়ে, ল্যান্ডস্কেপিংসহ সৌন্দর্য বর্ধন কাজের উদ্ধোধন করেন।