ফণী মোকাবেলায় প্রস্তুত খানপুর হাসপাতালের মেডিকেল টিম
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৮ এএম, ৪ মে ২০১৯ শনিবার

নগরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বঙ্গোপসারে সৃষ্ট ঘূর্ণিঝড় “ফণী” চলাকালীন সময়ে সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে মেডিকেল টিম গঠন করা হয়েছে। ১০ সদস্য বিশিষ্ট মেডিকেল টিমে ৮ জন ডাক্তার, ১ জন সেবা তত্ত্বাবধায়ক ও ১ জন ওয়ার্ড মাস্টার রয়েছে।
মেডিকেল টিমের সভাপতি অর্থো সার্জারী বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা.মামুন রশিদ ভূইয়া ও সদস্য সচিব আবাসিক চিকিৎসক ডা. সামসুদ্দোহা সরকার সঞ্চয়। অন্যান্য সদস্যরা হলেন সার্জারী বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. আবুল কালাম আজাদ, মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা.নূর ফয়সাল আহমেদ, শিমু বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. বিধান চন্দ্র পোদ্দার, আবাসিক চিকিৎসক ডা.ফয়সাল আহমেদ, সার্জারী বিভাগের সহকারী রেজিষ্টার মো. আলী আকবর, মেডিসিন বিভাগের রেজিষ্টার ডা. মাহবুব হাসান, সেবা তত্ত্বাবধায়ক শক্তি শর্মা, ওয়ার্ড মাষ্টার শেখ আনসার আলী।
এছাড়াও মেডেকেল টিমে ১০ জন সেবক/সেবিকা, ২০ জন ওয়ার্ড বয় ও সুইপার অন্তর্ভুক্ত করা হয়েছে। রোগীদের সহজ যোগাযোগ ব্যবস্থার সুবিধার্থে একটি এ্যাম্বুলেন্স টিমে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রযোজনীয় ঔষধ ও যন্ত্রপাতির ব্যবস্থা করা হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু জাহের এই বিষয়ে বলেন, আমাদের মেডিকেল টিম রোগীদের সেবা প্রদান করতে পুরোপুরি ভাবে প্রস্তুত। ঘূর্ণিঝড়ে কোন ধরনের সমস্যা হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।