শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

৬ বছরের শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৬ এএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার

পাখির ডিম ও  ঘুড়ির প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। ঘটনা জানাজানির পর সেই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। 

শুক্রবার  বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিউ আইলপাড়া  পাঠানটুলি এলাকায় এ ঘটনা ঘটে। আটক রুহুল আমিন কুতুবপুর এলাকার জসিমউদ্দিন জসু’র ছেলে।

এলাকাবাসী ও পুলিশের সূত্রে জানা গেছে, রুহুল আমিন এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। সে মাদক বিক্রির সাথেও জড়িত। শুক্রবার সকালে সে আইলপাড়া এলাকায় আসে। এ সময় বাসার পাশের রাস্তায় ৬ বছরের শিশুটি খেলা করছিলো।

তারপর রুহুল আমিন শিশুটিকে পাখির ডিম ও  ঘুড়ির প্রলোভন দেখিয়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এদিকে শিশুটির সন্ধানে খোঁজাখুঁজি শুরু করে তার পরিবার। বিকেলে শিশুটিকে বাসার সামনে দিয়ে যায় রুহুল। 

এ ব্যাপারে শিশুটি বাসায় এসে পুরো ঘটনাটি তাঁর বাবা মাকে জানালে এলাকাবাসী রুহুল আমিনকে আটক করে পুলিশে দেয়। এ ব্যাপারে শিশুটির বাবা সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর শাহীন শাহ্ পারভেজ জানান, অভিযোগের ভিত্তিতে রুহুল আমিনকে আটক করা হয়েছে। শিশুটির নিখোঁজ হওয়ার পর থেকে বাড়ির সামনের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে।

শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।