সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই সমাজ পরিবর্তন করতে চান প্রধানমন্ত্রী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১২ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী বলেছেন, বাউল সংগীত আমাদের কৃষ্টি কালচার। গ্রাম বাংলার মানুষ এখনো বাউল গানে মত্ত থাকে। দেশব্যাপী বাউল গানের উৎসবের মাধ্যমে প্রধাণমন্ত্রী বাঙ্গলীকে তাদের হারানো ঐতিহ্য পুণরুদ্ধারে কাজ করে যাচ্ছেন।
মাননীয় প্রধাণমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উদ্যোগ সত্যিকার অর্থেই প্রশসংনীয়। গ্রাম পর্যায়ে এ ধরণের গানের আয়োজনের মধ্য দিয়ে তিনি একে-অন্যের প্রতি সৌহার্দ্য-সম্প্রীতি সৃষ্টি করছেন।
যেখানে চিত্ত বিনোদনের মনোনিবেশ থাকে সেখানে মাদক-সন্ত্রাস গ্রাস করতে পারেনা। সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই সমাজটাকে পরিবর্তণ করতে চান প্রধাণমন্ত্রী শেখ হাসিনা।
সারাদেশের ন্যায় বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক বন্দরের সাবদী বটমূলে আয়োজিত ‘বটতলা কেন্দ্রীক বাউল গানের আসর’র উদ্বোধণী অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার সৈয়দা শাহিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু।
বন্দর শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ মাহমুদ টিটু’র প্রাণবন্ত সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হোসেন নূর, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ঢাকা বিভাগীয় পর্যায়ে সভাপতি মন্ডলীর সদস্য উত্তম কুমার সাহা, বন্দর সিরাজউদ্দৌলা নাট্য দলের অন্যতম সদস্য সারোয়ার খান, নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অভিনয় প্রশিক্ষক আবু হানিফা মাসুম, দেশ খ্যাতিমান নাট্য প্রযোজক মনিরুজ্জামান স্বপন, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য হাজী মকবুল হোসেন মেম্বার,কেন্দ্রীয় চলচ্চিত্রলীগ নেতা দেলোয়ার হোসেন মদিল, বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী সদস্য রোকসানা রহমান সামিয়া, মোঃ ফজলুল করিম, সাধারণ সদস্য আবদুল কুদ্দুস,সিরাজুল ইসলাম, মিডিয়া ভিশন কালচারাল একাডেমির সদস্য আল মামুন, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান ও মোঃ রনিসহ অন্যান্য ব্যাক্তিবর্গ। পরিশেষে উৎসবে মনোমুগ্ধকর সংগীত পরিবেশণ করেন প্রখ্যাত বাউল শিল্পী কাজল দেওয়ান,রোজিনা সরকার ও চ্যানেল আই ক্ষুদে গানরাজ বেলা।