৫ ফার্মেসীকে ৬৫ হাজার টাকা জরিমানা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:০০ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

নাঃগঞ্জ নগররী ডিআইটি মার্কেটে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ফুড সাপ্লিমেন্ট এবং মিসব্যান্ডেড ঔষধ সংরক্ষণ করায় ৫ ফার্মেসীকে কে ৬৫ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত।
ড্রাগ লাইান্সে বিহীন ঔষধ ব্যবসা, ড্রাগ লাইন্সে এর শর্ত ভংগ, মেয়াদ উর্ত্তীণ ঔষধ ফুড সাপ্লিমেন্ট এবং মিসব্যান্ডেড ঔষধ সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অরূপ ফার্মেসীকে ২০ হাজার টাকা , দেশ ফার্মেসীকে ১০ হাজার টাকা, পদ্মা ফার্মেসীকে ১০হাজার টাকা ,রূপালী ফার্মেসীকে ২০হাজার টাকা এবং টগর মেডিসিন কর্ণার কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার ( ২৫ এপ্রিল ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন ও নুশরাত আরা খানম এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত ৫ ফার্মেসীকে এ জরিমানা করেন।
এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তর ড্রাগ সুপার মোঃ ইকবাল হোসেন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলো।