পাঁচগাঁও সুধীজন পাঠাগারের কমিটি ঘোষণা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

আড়াইহাজারে পাঁচগাঁও সুধীজন পাঠাগারের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে পাঠাগার চত্বরে সুপ্রিম কোটের সহকারী অ্যাটর্নি জেনারেল শাহিদা বেগমকে সভাপতি এবং আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সেক্রেটারি মজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি সিকদার আরাফাত, সহসভাপতি মনিরুজ্জামান মানিক, আলী আশরাফ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর খাইরুননেছা, মোশারফ মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম বিন আউয়াল, কোষাধ্যক্ষ লুৎফুন্নাহার, দফতর সম্পাদক রিপনকুমার কর, ধর্ম বিষয়ক সম্পাদক এ বি নুরুল হক, ক্রীড়া সম্পাদক মো: শাহ আলম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবি জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক হাবিবুর রহমান হাবিব।