শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

নারায়ণগঞ্জে চাঁদাবাজির মামলায় ব্যবসায়ী জয়নাল আবেদীন গ্রেফতার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫২ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জের বহুল আলোচিত ও বিতর্কিত ব্যবসায়ী জয়নাল আবেদীন ওরফে আল জয়নালকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত ১২টার দিকে শহরের এসএম মালেহ রোডস্থ নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ফারুক বাদী হয়ে বুধবার সন্ধ্যায় সদর মডেল থানায় জমিসংক্রান্ত ঘটনায় ২২ লাখ টাকা চাঁদা দাবির মামলা করেন জয়নালের বিরুদ্ধে। রাতে ওই মামলায় জয়নালকে গ্রেফতার করা হয়েছে।

২০১৩ সালে সন্ত্রাসবিরাধী মামলায় জামায়াত-শিবিরের পৃষ্ঠপোষক হিসেবে আসামি হওয়া জয়নাল আবেদীন বিগত মহাজোট সরকার আমলে কেন্দ্রীয় তাঁতী লীগের নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন