নারায়ণগঞ্জ আদালতের কার্যক্রমে ফুঁসে উঠেছে আইনজীবীদের অনেকেই !
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫৪ এএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

রূপগঞ্জের সাওঘাট এলাকায় অবৈধভাবে হাই প্রেসারের গ্যাসের সংযোগের ফলে বিষ্ফোরণের ঘটনায় তিনজন নিহত হলে পৃথক দুটি মামলা নেয় রূপগঞ্জ থানা পুলিশ । এ ঘটনায় বাড়ীর মালিক রাবেয়া আক্তার লিপিকে গ্রেফতার করে দুটি মামলায় ৭দিন করে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হলে রিমান্ড না মঞ্জুরের প ২৪ এপ্রিল বুধবার দুটি মামলাতেই জামিন দেয় আদালতের বিজ্ঞ বিচরক নূরুন নাহার বেগম ।
রিমান্ড না মঞ্জুর ও এক দিনের ব্যবধানে দুটি মামলাতেই নজিরবিহীনভাবে জামিন অযোগ্য ধারায় জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে কি করে এমন জামিনের ঘটনা ঘটে এ নিয়ে সরগরম হয়ে উঠেছে আদালতপাড়া ।
নাম প্রকাশ না করার অনুরোধ করে আইনজীবীদের কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ আদালতে এ গুলি কি হচ্ছে ? জামিন অযোগ্য ধারায় আদালত কি করে জামিন দেয় ? কোন কোন আইনজীবীরা প্রকাশ্য আদালতে এবং খাস কামড়ায় গিয়ে আবার ফোনের মাধ্যমে নানাভাবে তদ্বির করে আদালতের সঠিক কার্ক্রমে ব্যাহত করছে ! যা আইন পরিপন্থি । রূপগঞ্জে অবৈধ গ্যাস বিস্ফোরণে তিন জন যুবক মারা গেলো, কোন বিচার কি নাই । পুলিশ মামলা নিলো তাহলে কেন ? তাদেরকে কেন রাষ্ট্রের টাকা খরচা করে গ্রেফতার করলো আবার কেন জামিন দিচ্ছে কোন আইন ছাড়াই !
(আইনজীবীদের এমন কঠোর ভাষার সমালোচনার রেকর্ড সংরক্ষনে রয়েছে নারায়ণগঞ্জ নিউজ আপডেট এর দপ্তরে)
জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি দুইতলা বিশিষ্ট ভবনে বিকট শব্দে গ্যাস লাইনে বিস্ফোরণে তিন ব্যক্তি নিহত এবং অপর ছয়জন দগ্ধ হন। নিহতরা সবাই শ্রমিক।
তিতাস গ্যাসের হাই-প্রেসার পাইপ লাইন থেকে নেয়া অবৈধ গ্যাস সংযোগের কারণে এই বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২২ এপ্রিল সোমবার ভোরে উপজেলার সাওঘাট এলাকায় ঘটে এ দুর্ঘটনা।