না’গঞ্জে ‘মাদকবিরোধী’ অভিযানে গ্রেফতার ২০
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫০ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদকবিক্রেতাসহ ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৬টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত পর্যন্ত ২৪ ঘণ্টা জেলার ৭টি থানায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
অভিযানে সদর মডেল থানায় দু’জনকে গ্রেফতার ও ২১ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় ২টি মামলা দায়ের করা হয়। ফতুল্লা মডেল থানায় ছয়জনকে ১৭৬ পিস ইয়াবা ও ২০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়। সিদ্ধিরগঞ্জ থানায় দু’জনকে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়।
বন্দর থানায় চারজনকে ২৫ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়েছে। রুপগঞ্জ থানায় একজনকে ১শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
সোনারগাঁও থানায় ৩ জনকে ৭৭ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, মাদকবিক্রেতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।