নগরীতে উচ্ছেদ অভিযান : মালামাল জব্দ, জরিমানা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৩১ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

নগরীর ফুটপাত হকার ও সড়ক যানজটমুক্ত রাখতে নাসিক ও জেলা প্রশাসনের সমন্বয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ও নাসিক পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণের নেতৃত্বে নগরীর ফুটপাত ও সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, আইন শৃঙ্খলাবাহিনী ও সিটি করপোরেশনের উচ্ছেদকর্মীগণ।
অভিযানে মৌমিতা পরিবহনের চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর বিভিন্ন ধারায় ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদন্ড এবং শীতলক্ষ্যা পরিবহনের একটি লেগুনার ফিটনেস না থাকায় ৫০০ টাকাসহ মোট ৫ হাজার ৭ শ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া হর্কাস মার্কেটের সামনে ফুটপাতের প্রায় ৬০ টি দোকান উচ্ছেদ ও দোকানের মালামাল জব্দ করা হয়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ জানান, নগরবাসীকে হকারমুক্ত ফুটপাত ও যানজটবিহীন সড়ক উপহার দিতে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি বাস ও একটি লেগুনাকে ৫ হাজার ৭’শ টাকা জরিমানা করা হয়।