রূপগঞ্জে ৩দিনের জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩ দিনব্যাপি জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাক্তার সাইদ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, সাংবাদিক মকবুল হোসেন, জি এম শহিদ, এস এম শাহাদাত, আরএমও ডাক্তার ফয়সাল আহমেদ। এ সময় জনসাধারনের উন্নত স্বাস্থ্য নিশ্চিত ও শরীর সুস্থ্য রাখতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দেন অতিথিরা। এ পুষ্টি সপ্তাহ বৃহস্পতিবার শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।