মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৪ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

প্যাপিলন গার্মেন্টস খুলে দেয়ার দাবি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

দুই মাসের বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা অবিলম্বে খুলে দেয়ার দাবিতে প্যাপিলন নিট গার্মেন্টস কারখানার শ্রমিকরা রবিবার (২১ এপ্রিল) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত নগরীর চাষাঢ়ার বিকেএমইএ-র কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে। 

অবস্থান কর্মসূচী চলাকালে কারখানার শ্রমিক রাজু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি সাইফুল ইসলাম শরীফ, গার্মেন্টস শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক জাহিদুল আলম জাহিদ প্রমুখ। 

নেতৃবৃন্দ বলেন, সিদ্ধিরগঞ্জের আজিবপুরের প্যাপিলনের মালিক কর্তৃপক্ষ ১ এপ্রিল থেকে বেআইনীভাবে কারখানা বন্ধ করে রেখেছে। গত ২ মাস ধরে মালিক বেতন পরিশোধ করছে না। বেতন না পাওয়ায় শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন-যাপন করছে। নেতৃবৃন্দ অবিলম্বে কারখানা চালু ও দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ২৪ ঘণ্টা আলটিমেটাম দিয়ে বলেন, যদি এ সময়ের মধ্যে সঙ্কট সমাধান না হয় তাহলে ২৩ এপ্রিল থেকে বিকেএমইএ-র সামনে লাগাতার অবস্থান কর্মসূচী পালন করা হবে।