বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

বিজয় দিবস উপলক্ষে খানপুর হাসপাতালে স্বাস্থ্যসেবা সপ্তাহ

নিজেস্ব প্রতিনিধি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:২৮ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

মহান বিজয় দিবস-২০১৮ উপলক্ষে সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে ৩০০শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক গৃহীত কর্মসূচীর সাথে সমন্বয় রেখে ৩০০শয্যা বিশিষ্ট হাসপাতাল নারায়ণগঞ্জ এর গঠিত কমিটিরি পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ১০ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত স্বাস্থ্যসেবা সপ্তাহ পালন করা হবে।

সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে বিশেষায়ীত সেবা প্রদান, উন্নতমানের খাবার পরিবেশন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা অনুষ্ঠান, পূষ্পস্তবক অর্পন ও র‌্যালী, বঙ্গবন্ধু স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট, প্রচার প্রচারণা ও আলোকসজ্জার ব্যবস্থা।

বিশেষায়ীত সেবার মাধ্যমে ১০ডিসেম্বর ডায়াবেটিক ও দন্ত চিকিৎসা প্রদান করা হয়। ১১ডিসেম্বর অর্থোপেডিক্স চিকিৎসা প্রদান করা হয়। ১২ ডিসেম্বর চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া ১৩ তারিখ গাইনী চিকিৎসা প্রদান করা হবে এবং ১৫ তারিখ কার্ডিওলজি চিকিৎসা সেবা প্রদান করা হবে।