বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভাইকে অপহরণ করে বাবার কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা, আটক ৩

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৬ এএম, ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার

নারায়ণগঞ্জ হাই স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র ফাহাদ জামিল। তার বাবা শহরের ভুঁইয়াপাড়া এলাকার বাসিন্দা মনির হোসেন। আর বাবার কাছে ৬০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের জন্য তাকে অপহরন করে তারই আপন বড় ভাই বড় ভাই মারুফ জামিল।

 

এ ঘটনায় আরেক ভাই মাসুম জামিল গত বুধবার রাতে বিষয়টি নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশকে জানায়।  পুলিশ র‌্যাবের সহায়তায় পরদিন বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জ লঞ্চঘাট অভিযান চালিয়ে ওই স্কুল ছাত্র ফাহাদ জামিলকে উদ্ধার করে। 


অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বড় ভাই মারুফ জামিল (৩০) ও তার দুই সহযোগী সোহান (২৬) ও জিসানকে (৩০) গ্রেপ্তার করে। 
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক মিজানুর রহমান জানান, শহরের ভূইয়াপাড়া এলাকার মো: মনির হোসেনের ছেলে ফাহাদ জামিল নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র। ১৭ এপ্রিল সকালে স্কুলের উদ্দেশ্য বাসা থেকে বের হয় ফাহাদ জামিল। সন্ধ্যা হলেও স্কুল থেকে বাসায় ফেরেনি। 


পরবর্তীতে সন্ধ্যা ৭ টার দিকে অপরিচিত একটি মুঠোফোন নম্বর থেকে ফাহাদ জামিলের অপহরণের বিষয়টি জানিয়ে তার বাবা মনির হোসেনের কাছে মুক্তিপণ হিসেবে ৬০ লাখ টাকা দাবি করে। রাত ৯টার মধ্যে মুক্তিপণের ৬০ লাখ টাকা দেয়া না হলে ফাহাদকে হত্যার করে লাশ গুম করে ফেলার হুমকি দেয় তারা। এরপর অপহরণকারীরা তাদের মুঠোফোন নম্বর বন্ধ করে দেয়। 


নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর থানার পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল র‌্যাবের সাহায্যে প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান জানার চেষ্টা করে। 


অপহরণকারীর প্রথমে স্কুল ছাত্র ফাহাদ জামিলকে অপহরণ করে সদর উপজেলার ফতুল্লার লালপুর ও পরে মুন্সীগঞ্জ এলাকায় নিয়ে যায়। পরবর্তীতে র‌্যাবের সহায়তায় মুন্সীগঞ্জ লঞ্চঘাটের সামনে থেকে অপহৃত স্কুল ছাত্র ফাহাদ জামিলকে উদ্ধার করা হয়। সেখান থেকে আটক করা হয় অপহৃত স্কুল ছাত্র ফাহাদ জামিলের বড় ভাই মারুফ জামিল ও তার দুই সহযোগী সোহান ও জিসানকে। 


ওসি কামরুল ইসলাম আরো জানান, মারুফ জামিল পেশায় হোসিয়ারী ব্যবসায়ী। কী কারণে তার আপন ছোট ভাইকে অপহরণ করলো তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।