আইনজীবীদের জন্য লইয়ারর্স ডিপোজিট পেনশন স্কিম চালু
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৪৭ এএম, ১৭ এপ্রিল ২০১৯ বুধবার
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যদের জন্যে লইয়ারর্স ডিপোজিট পেনশন স্কিম চালু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আনিসুর রহমান এ কর্মসূচীর উদ্বোধন করেন ।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. মোহসিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফয়সাল বিন আতিক, পিপি এড. ওয়াজেদ আলী খোকন, সিনিয়র আইনজীবী এড. আমিনুল হক, এড. সামসুল ইসলাম ভূইয়া, এড. মাসুদ উর রউফ, জিপি এড. মেরিনা বেগমসহ আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।
প্রধাণ অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ আনিসুর রহমান বলেন, আইনজীবীদের জন্যে এ ধরনের একটি স্কিম খুবই প্রয়োজন ছিলো। এর জন্য আমি আইনজীবী সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি।
কারন আমি অনেক আইনজীবীকে দেখেছি তাদের মৃত্যুর পরে তাদের পরিবার পরিজন খুবই অসহায় অবস্থায় পরে যায়। এ ধরনের একটি ডিপোজিট স্কিমের ফলে তাদের সেই অসহায়ত্ব দুর হবে বলে আশা রাখি।
লইয়ারর্স ডিপোজিট পেনশন স্কিম সম্পর্কে বলতে গিয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল বলেন, এ স্কিমে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যরা অংশ নিতে পারবেন।
এখানে তারা প্রতি মাসে ৩০০ টাকা করে জমা দেবেন এবং আইনজীবী সমিতি তাদেরকে দেবে আরো ৩০০ টাকা ফলে তাদের ডিপোজিট ডাবল হয়ে যাবে। কেউ যদি ৩ বছর তাদের এই ডিপোজিট না তোলে তাহলে মোট জমার উপরে ৭% করে লাভ জমা হবে এবং ১০ বছর জমলে ১০% করে লাভ জমা হবে।
এই ডিপোজিট স্কিমের আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। আর এ ইতিহাসের স্বাক্ষী হতে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও হৃদয় নিঙরানো কৃতজ্ঞতা জানাচ্ছি।
