রোববার   ০৯ নভেম্বর ২০২৫   কার্তিক ২৪ ১৪৩২   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

কলাগাছিয়াকে উন্নত শহর হিসেবে গড়ে তুলবো: সেলিম ওসমান

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বলেছেন, আমার হাত মুক্তিযোদ্ধাদের হাত তাই বুড়ো হয়ে গেলেও থাবার জোর কিন্তু কমেনি। খোঁচা দিয়েন না। থাবা আপনাকে দেবনা থাবা দেব স্বাধীনতা বিরোধীদের।

 আকরাম সাহেবকে তো আমি চাচা বলতাম কিন্তু এখন আমার ভক্তি উঠে গেছে। সে প্রথমে নৌকা ডুবিয়েছে, তারপর পঁচালেন আনারস এখন এসেছেন চিটা ধান নিয়ে? এসব চিটা ধানে জনগন অ্যাঁর আস্থা রাখে না।

 রোববার বিকেলে বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভার প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এসময় তিনি আরো বলেন,আমি মুরগী ওয়ালা,মাছ ওয়ালা ও ড্রাইভার ছিলাম । এখন আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। দোয়া করবেন আমি যেন আপনাদের হতে পারি , হারাম যেন না খাই আর কাউকে না খাওয়াই। ইনশাল্লাহ বন্দরের উন্নয়ন হচ্ছে হবে। শান্তিরচরে নীটপল্লী হবে এবং এই এলাকায় কেউ বেকার থাকবে না। কথা দিচ্ছি কলাগাছিয়া ইউনিয়নকে উন্নত শহর হিসেবে গড়ে তুলবো।

কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় গভনিং বডির সভাপতি আলহাজ্ব সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ। এতে আরো উপস্থিত ছিলেননারায়ণগঞ্জ জেলা জাপার সভাপতি আবুল জাহের,মহানগর শ্রমিকলীগের সভাপতি তথা মানবাধিকার নেতা হাজী কাজিমউদ্দিন প্রধাণ,মহানগর জাপার আহ্বায়ক সানাউল্লাহ সানু,কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রæধাণ,কলাগাছিয়া ইউনিয়ন জাপার সভাপতি বাচ্চু মিয়া প্রধাণ, জাপা নেতা মঞ্জুর হাসান মঞ্জু প্রমূখ।