চার শিক্ষা প্রতিষ্ঠানে এমপি সেলিম ওসমান, শনিবার বিশেষ ঘোষণা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৩১ এএম, ১৭ এপ্রিল ২০১৯ বুধবার
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত বন্দরের চারটি শিক্ষা প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সদস্য সেলিম ওসমান।
বিদ্যালয়গুলো হলো- ধামগড় ইউনিয়নের হালুপাড়া এলাকায় শেখ জামাল উচ্চ বিদ্যালয়, মদনপুর ইউনিয়নের বাগদোবাড়িয়া এলাকায় নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়, সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড এলাকায় নবীগঞ্জ গালর্স হাইস্কুল এবং শহরের ডিআইটি এলাকায় মগ্যার্ণ বালিকা উচ্চ বিদ্যালয়।
এ সময় তিনি বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলে বিদ্যালয়গুলোর বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। পরে তিনি সিদ্ধান্ত নেন ২০ এপ্রিল (শনিবার) ওই ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ ঘোষণা দিবেন ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলার নির্বার্হী কর্মকর্তা পিন্টু বেপারী, বন্দর উপজেলার প্রৌকশলী রাজিউল আহম্মেদ, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, শামসুজ্জোহা এমবি ইউনিয়নের পরিচালনা কমিটির সভাপতি মঈন উদ্দিন আহম্মেদ সহ এলাকার গন্যামান্য ব্যক্তিবর্গরা।
