রোববার   ০৯ নভেম্বর ২০২৫   কার্তিক ২৪ ১৪৩২   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ : ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

নারায়ণগঞ্জের ফতুল্লার হকবাজার এলাকার জান্নাতুল মঞ্জিলের ৩ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দুই পরিবারের ৯ জন দগ্ধের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (২৩ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শ্রীনাথ বর্মণ ও তার স্ত্রী অর্পিতা বর্মনের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) বার্ণ ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, শ্রী নাথ ও অর্পিতা বর্মণের দেহের ৩০-৪৫ শতাংশ পুড়ে যায়। তাদের হাইডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় ভোরে শ্রী নাথ ও অর্পিত বর্মণ ২ জনের মৃত্যু হয়।

বুধবার (১৯ ডিসেম্বর) শ্রী নাথের মা হরিদাসী ও তার বোন সুমিত্রার মৃত্যু হয়েছিল। ভোর রাতে ফতুল্লার জান্নাতুল মঞ্জিলে আগুনের ঘটনায় ৯ জন দগ্ধ হয়েছিল।